বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এখন শুরু হয়েছে দল গোছানোর কাজ। ইতোমধ্যে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এবার মুশফিকুর রহিমও খুঁজে নিলেন বিপিএলের তার নতুন ঠিকানা।
বিপিএলর সপ্তম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। বিপিএলের দুই আসরের শিরোপাজয়ী দলটির সঙ্গে এ বিষয়ে মুশফিকের কথাবার্তা চলছে - এমন কথা শোনা গেলেও এবার এলো চূড়ান্ত বার্তা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপিএলের গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে গত আসরে সেমিফাইনালে খেলেছিল চিটাগং।
তবে বিপিএলের সপ্তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এ উইকেটরক্ষ-ব্যাটসম্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল তার ভেরিফায়েট ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন।
লন্ডন থেকে ফেসবুক পেজে তিনি জানান, বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রতনকে সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছেন। এছাড়া মুশফিকুর রহীর তাদের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) আইকন খেলোয়াড়।
এ বিষয়ে নাফিসা কামাল গণমাধ্যমকে জানান, মুশফিকের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ঈদের পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
তবে দলে আরেক আইকন প্লেয়ার তামিম ইকবালের বিষয়ে কিছু জানানো হয়নি।