বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট লিগের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুরের সাথে এক বছরের চুক্তি করেছেন সাকিব।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে সাকিবের সঙ্গে চুক্তি করে রংপুর রাইডার্স।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন। চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নে নিজের অনুভূতিও জানান সাকিব।
সাকিব বলেন, ‘আমি খুবই এক্সাসাইটেড। রংপুরের হয়ে ভালো করার চেষ্টা করবো। আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো। মাঠে আমার দায়িত্বটা ভালোভাবে পালন করতে চাই। আবারও রংপুরকে শিরোপার স্বাদ দিতে চাই।’
সর্বশেষ তিন আসর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন সাকিব। তিন আসরেই সাকিবের নেতৃত্বে ফাইনালে ওঠে ঢাকা। এর মধ্যে মাত্র একবার শিরোপার স্বাদ পেয়েছিল ঢাকা। ২০১৬-১৭ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জয় করেছিল ঢাকা। পরের দু’আসরে রানার্স-আপ হয় ঢাকা।
এর আগে বিপিএলের তৃতীয় আসরে, অর্থাৎ ২০১৫-১৬ সালে রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। লিগ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে ওঠে সাকিবের নেতৃত্বাধীন রংপুর। দ্বিতীয় এলিমিনেটরে বরিশাল বুলসের কাছে হেরে বিপিএল মিশন শেষ করে রংপুর। পরের আসরেই ঢাকায় যোগ দিয়ে টানা তিন বছর সেখানে খেলেন তিনি।
এখন পর্যন্ত একবার বিপিএলের শিরোপা জিতেছে রংপুর। ২০১৭-১৮ মৌসুমে মাশরাফির বিন মর্তুজার নেতৃত্বে শিরোপা জিতেছিল রংপুর। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল মৌসুম।