বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে। ৩ ডিসেম্বর ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে তার দুইদিন পর, অর্থাৎ ৬ ডিসেম্বর।
শনিবার (২৭ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের বিপিএলের সপ্তম আসরের ওপেনিং সিরেমনি অনুষ্ঠিত হবে ৩ তারিখ এবং প্রথম ম্যাচ শুরু হবে ৬ ডিসেম্বর।
বিপিএলের ষষ্ঠ আসর দেশের জাতীয় নির্বাচনের জন্য সঠিক সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। নির্বাচনের পর চলতি বছরে প্রথমে দিকে আয়োজন করতে হয়েছিল। ফলে একই বছরে দুটি বিপিএল টুর্নামেন্টের আনন্দ উপভোগ করতে যাচ্ছে ক্রিকেট প্রেমি বাংলাদেশিরা।
বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানানোর সময় প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয়সহ অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন।
নির্বাচকদের স্বপদে বহাল রাখা, নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়া, বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করাসহ নানা বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
পাপন জানান, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে আরও উন্নত করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করবে বিসিবি। সেখানে একটি একাডেমিও তৈরি করা হবে।