প্রথম ম্যাচে গতকাল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিয়ে শুভ সূচনা করেছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। গতকালে ন্যায় আজও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাসির।
উদ্বোধনী ম্যাচে ধাকার বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে বিপিএলের পঞ্চম আসর শুরু করে সিলেট সিক্সার্স। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে মরিয়া নাসিরের নেতৃত্বাধীন দলটি। টসে চিতে প্রথমে বোলিং করছেন নাসির বাহিনী।
অন্যদিকে প্রতিবারের মত এবারও পাকিস্তানি নির্ভর দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে বেশি পাকিস্তানি খেলছেন এই দলটিতে । তাদের নিয়েই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ঠিক করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
তবে নিজেদের প্রথম ম্যাচে ইনজুরির কারণে তারা পাচ্ছেন দলের আইকন খেলোয়াড় তামিমকে। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দিবেন আফগান তারকা মোহাম্মদ নবী।