একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হয়েছিল চলতি বছরের ৫ জানুয়ারি। তবে বিপিএলের সপ্তম আসর স্বরূপে ফিরতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টটি। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে এ টুর্নামেন্ট শুরু হবে।
জানা গেছে, চলতি বছরের ৪ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে সপ্তম আসরের। আর খেলা শুরু হবে ৬ ডিসেম্বর। এ মর্মে ৭ ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যে চিঠিও ইস্যু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, নভেম্বরের শেষে বাংলদেশ দল ভারত সফর থেকে দেশে আসবে। দল দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নেবে। ৪ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
আরও পড়ুন> বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে
তিনি আরও বলেন, উদ্বোধনের একদিন পর ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। গত তিনটি আসরে উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারলেও এবার তা করা হবে।
এছাড়া টুর্নামেন্টের ৭ ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।