বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই আতহার আলী খানের প্রাণবন্ত কণ্ঠস্বর। মাশরাফি বিন মুর্তজারা যখন মাতিয়ে বেড়ান ২২ গজ, তখন আতহার আলী খান মাতান ধারাভাষ্য কক্ষ।
আতহার আলী খান এবার দায়িত্ব পালন করছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার মাঠে গড়ায় আইপিএলের ১২তম আসর।
ভারতের বাংলা টিভি চ্যানেল জলসা মুভিজে সরাসরি সম্প্রচার করা হয় ওই ম্যাচ। পুরো আসরই সরাসরি সম্প্রচার করা হবে বিগত বছরগুলোর মতো। আর জনপ্রিয় ওই চ্যানেলটিতেই আতহার আলী খান ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
সাধারণত তিনি ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে থাকেন। কিন্তু আইপিএলে জলসা মুভিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন বাংলায়! বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে ব্যাপারটি এসেছে চমক হিসেবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এ নিয়ে মতামত প্রকাশ করেছেন।