পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে দুর্দান্ত খেলা তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিপিএলের সেরা একাদশ প্রকাশ করেছে।
সেরা একাদশ স্থান পেয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে বিদেশি ক্রিকেটার থাকলেও উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচেও নেই কোনো বিদেশি বোলার। যার ফলাফল পাওয়া গেছে বিপিএলের সেরা একাদশ নির্বাচনেও।
তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। ১৪ ম্যাচে তামিম করেছেন এক সেঞ্চুরি ২ ফিফটিতে ৪৬৭ রান। নারিন ২৭৯ রান করার পাশাপাশি নিয়েছেন ১৮টি উইকেট। তিন নম্বরে আছেন প্রথমবার বিপিএল খেলতে আসা এবিডি ভিলিয়ার্স। চারে জায়গা হয়েছে সবচেয়ে আলোচিত দেশি ক্রিকেটার ইয়াসির আলীর। চিটাগং ভাইকিংসের জার্সিতে ১১ ম্যাচে ৩০৭ রান করেন ইয়াসির।
এবারের আসরে সর্বাধিক ৫৫৮ রানের মালিক রাইলি রুশো আছেন ৫ নম্বরে। ৬ নম্বরে ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪২৬ রান। সাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩০১ রান এবং বল হাতে সর্বাধিক ২৩ উইকেট নিয়েছেন তিনি।
একাদশের ৮ নম্বরে ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল জায়গা পেয়েছেন। ১৫ ম্যাচে ২৯৯ রান এবং ১৪ উইকেট শিকার করেছেন এই অল-রাউন্ডার। নয় নম্বরে মাশরাফি বিন মর্তুজা। অসাধারণ ক্যাপ্টেন্সির পাশাপাশি ১৪ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে তাসকিন আহমেদ ১০ নম্বরে এবং ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়ে ১১ নম্বর স্থানটি দখল করেছেন আরেক পেসার রুবেল হোসেন।
তবে আলোচিত বিষয় হলো বিপিএলের শিরোপাজয়ী অধিনায়ক কিন্তু এই দলে সুযোগ পাননি। কেননা দল শিরোপা পেলেও তাতে মুখ্য কোনও ভূমিকা পালন করেননি ভিক্টোরিয়ান্সের দলনায়ক ইমরুল কায়েস।
বিপিএল সেরা একাদশ:
১. তামিম ইকবাল (অধিনায়ক)
২. সুনিল নারিন
৩. এবিডি ভিলিয়ার্স
৪. ইয়াসির আলী
৫. রাইলি রুশো
৬. মুশফিকুর রহিম (উইকেটকিপার)
৭. সাকিব আল হাসান
৮. আন্দ্রে রাসেল
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. তাসকিন আহমেদ
১১. রুবেল হোসেন।