বিপিএলে দ্বিতীয় বারের মতো শিরোপা পেল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের পর মাঠে এসে আফ্রিদিকে অর্থমন্ত্রী জড়িয়ে ধরেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডায়নামাইটসের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিশাল সংগ্রহ টপকাতে পারেনি তারা। তাই দারুণ জয়ে শিরোপা জয়ের উল্লাস করে তামিম-ইমরুলরা সেইসঙ্গে গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা। এসময় ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন মুস্তফা কামাল। তামিম-ইমরুলদের বিজয় উল্লাসে তিনিও শরিক হন। এসময় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরেন অর্থমন্ত্রী।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও স্পিন আর বিধ্বংসী ব্যাটিং দিয়ে এখনও টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়া আফ্রিদি বিপিএলের প্রতিটি আসরেই অংশ নিয়েছেন। বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেললেও এবার কুমিল্লার হয়ে খেলেন।
চতুর্থ আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সি গায়ে। তার আগে ২০১৫ সালে তৃতীয় আসরে খেলেন সিলেট সিক্সার্সের হয়ে।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে।
আফ্রিদিকে অর্থমন্ত্রীর জড়িয়ে ধরার ছবি ভাইরাল হওয়ার পর সামজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। ইতিবাচক মন্তব্যরের পাশাপাশি কাউকে নেতিবাচক মন্তব্য করতেও দেখা গেছে। তবে খেলার মাধ্যমে সকল দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ায় বেশির ভাগ মানুষই এটিকে সাধুবাদ জানাচ্ছেন।