বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

ছবি : বিসিবি

অবেশেষ প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল সেঞ্চুরির দেখা পেলো। ঢাকা ডায়নামাইসের বিপক্ষে তিনি ৫০ বলে তার সেঞ্চুরি তুলে নেন।

বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। এভিন লুইসের বিদায়ের পর হাত খুলে খেলতে থাকেন অপর ওপেনার তামিম ইকবাল।

এনামুল হক বিজয়কে নিয়ে গড়ে তোলেন ৮৯ রানের দারুণ জুটি। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার। বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে তিনি সময় নেন ৫০ বল। হাঁকান ৮টি চার এবং ৭টি ছক্কা। তিনি ৬১ বলে ১৪১ রানে অপরাজিত ছিলেন।

তামিম ইকবালের আগে বিপিএলে বাংলাদেশের ৩ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ২০১৩ সালে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন ৬৯ বলে ১০২* রানের ইনিংস।

একই বছর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৫৮ বলে অপরাজিত ১০৩* রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। সর্বশেষ ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। যা বিপিএলে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।

চলতি বিপিএল রাজশাহী কিংসের ইংলিশ ওপেনার লোরি ইভান্সের ব্যাট থেকে বিপিএলের প্রথম সেঞ্চুরি আসে। পরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের রিলি রুশো এবং একই ইনিংসে এলেক্স হেলস সেঞ্চুরি করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হাসি হাসতে ঢাকার দরকার  ২০০

শেষ হাসি হাসতে ঢাকার দরকার ২০০

মাহেন্দ্রক্ষণ ফাইনালে টসে ঢাকার জয়

মাহেন্দ্রক্ষণ ফাইনালে টসে ঢাকার জয়

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

ছবিতে বিপিএল ফাইনালের উৎস

ছবিতে বিপিএল ফাইনালের উৎস