বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের মাহেন্দ্রক্ষণ ফাইনাল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভীড়। বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফাইনাল খেলা সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু দুুপুর ১২টা থেকেই লক্ষ্য করা গেছে দর্শকদের ভীড়। গ্যারারিতে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য দর্শকরা স্টেডিয়ামে সামনে অপেক্ষা করছেন। স্টেডিয়ামের সামনে ও ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীদের বেশ তৎপর দেখা গেছে।
বিকেল সাড়ে ৫টার দিকে স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়রা প্রবেশ করেন। এসময় রাস্তার দুপাশে থাকা দর্শকরা খেলোয়াড়দের হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থক রাকিব মিয়া বলেন, আজ কুমিল্লা জিতবেই। আমি দুপুর ১টা থেকে স্টেডিয়ামের সামনে অপেক্ষা করছি ভেতরে প্রবেশ করার জন্য।
ঢাকা ডায়নামাইটসের সমর্থক মেহেদি মারুফ বলেন, আশা করি ঢাকা চতুর্থবারের মতো শিরোপা জিতবে। কারণ ঢাকা দুর্দান্ত ফর্মে আছে।
ময়মনসিংহ থেকে আসা আলমগীর হোসেন নামে এক ক্রিকেট ভক্ত জানান, তিনি একটা ফাইনালের মতো ফাইনাল খেলা দেখতেন চান। এবং ইতিহাসের সাক্ষি হয়ে থাকতে চান।
ঢাকা ডায়নামাইটস দল(সম্ভাব্য) :
সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, লুক রাইট, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল (সম্ভাব্য):
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, লিয়াম ডসন, ওয়াহাব রিয়াজ, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমির ইয়ামিন।