সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে যারা

ঢাকা ডায়নামাইস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়ে আগামীকাল পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হবার দৌঁড়ে শক্তভাবে টিকে রয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান-রুবেল হোসেন ও সুনীল নারাইন। আর কুমিল্লার পক্ষে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে রুবেল-নারাইন- সাইফউদ্দিন সর্বোচ্চ উইকেট শিকারী না হলে এবং ফাইনালে যদি কোন উইকেট না পান সাকিব, তখন অন্য এক চিত্র লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন তিনজন একসাথে।

এরা হলেন- সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ, সাকিব ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনজনই ২২টি করে উইকেট শিকার করেছেন। সাকিব-মাশরাফি ১৪টি করে ম্যাচ খেললেও ২টি ম্যাচ কম খেলে ২২ উইকেট শিকার করেন তাসকিন।

বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ বোলাররা :

খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) ১২ ১২ ৩৭.১ ৩১৮ ২২
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৪ ১৪ ৫২.০ ৩৬১ ২২
মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) ১৪ ১৪ ৫৫.০ ৩৮৭ ২২
রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস) ১৪ ১৪ ৪৮.৪ ৩৫৯ ২১
মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১২ ১২ ৪২.০ ৩১৮ ১৮
সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস) ১৪ ১৪ ৫২.০ ৩৩৮ ১৮



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের কে হচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রাহক?

বিপিএলের কে হচ্ছেন সর্বোচ্চ রান সংগ্রাহক?

সাকিবকে পেয়ে কিশোর ভক্তের কান্নার ভিডিও ভাইরাল

সাকিবকে পেয়ে কিশোর ভক্তের কান্নার ভিডিও ভাইরাল

রংপুরকে হারিয়ে ফাইনালে ঢাকা

রংপুরকে হারিয়ে ফাইনালে ঢাকা

মাশরাফির বলে আউট মাশরাফি!

মাশরাফির বলে আউট মাশরাফি!