ফরিদপুর থেকে এসেছেন সাকিব আল হাসানের এক কিশোর ভক্ত। শুধু এক পলক দেখে প্রিয় খেলোয়াড়ের সাথে কথা বলা ও একটি ছবি তোলার জন্য অপেক্ষা করেছেন ৭ ঘন্টা।
কিন্তু পাচ্ছিলেন না কোন সুযোগ। কিশোর সেই ভক্তের এমন আকুতি দেখে এগিয়ে আসেন তাহমিদ অমিদ নামে একটি বেসরকারি টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক। কথা দেন, যে কোন মূল্যেই সাকিবের সাথে দেখা করার সুযোগ করে দিবেন।
বুধবার চলছিল মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স- সাকিবের ঢাকা ডায়নামাইটসের ম্যাচ। ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারায় ঢাকা। ম্যাচ শেষে ঢাকার খেলোয়াড়রা হোটেলের উদ্দেশ্যে বাসে উঠেন। সাকিবও তাদের সাথে বাসে উছেন। এসময় সেই ক্রীড়া সাংবাদিকের ডাকে সাড়া দিয়ে বাস থেকে নেমে আসেন সাকিব।
পরে বিষয়টি বুঝতে পেরে সাকিব সেই কিশোর ভক্ত কাছে আসতে বলেন। প্রিয় সাকিবকে পেয়ে ওই ভক্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু তাই নয়, তিনি সাকিবের পায়ে ধরেও সালাম করেন। এতে সাকিব একটু লজ্জা পেয়ে যান। পরে ওই কিশোরকে জারিয়ে ধরে ছবি তুলেন।
সাকিবের সঙ্গে দেখা করে ছবি তুলতে কেমন লাগছে? ওই ক্রীড়া সাংবাদিকের এমন প্রশ্নের জবার দিতে গিয়ে কেঁদে দেন কিশোর ভক্ত। বলেন, ‘মনে একটাই আশা ছিল ভাই, সেটা পুরণ হইছে। আর কিছু বলার কোনো ভাষা নেই আমার।’
এই ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকে রীতি মতো ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুধু হয়েছে আলোচনা। ভক্তের প্রতি এমন সুন্দর আচারণ নিয়ে সবাই প্রসংশায় ভাসাচ্ছেন সাকিবকে।