শেরপুরের নকলায় বিপিএল ক্রিকেট জুয়ার আসর থেকে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের ঝুমুর সিনেমা হল চত্ত্বরে কালামের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাজারদী এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে কালা মিয়া (২৮) ও মৃত দুল মাহমুদের ছেলে আব্দুছ ছালাম (২৫), ইশিবপুর এলাকার মৃত আব্দুল জুব্বারের ছেলে আব্দুল আলীম (৩২), বাদাগৈড় এলাকার হাসেন আলীর ছেলে সুমন (২৩) এবং কায়দা এলাকার সুরুজ্জামানের ছেলে জমির উদ্দিন (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজের নেতৃত্বে এসআই শরীফ হোসেন ও আবু বক্কর, এএসআই রতন চৌধুরী ও আল-নোমান এবং তাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসম বিপিএল চলাকালে ক্রিকেট নিয়ে জুয়া খেলার অভিযোগ পৌর শহরের ঝুমুর সিনেমা হল চত্ত্বরে কালামের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আটককৃেতদের আদালতে প্রেরন করা হয়।