স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার। একটি টেস্ট ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ওভার-রেট স্লো ছিল। তার জন্যই এই শাস্তি। দ্বিতীয় এই টেস্ট অবশ্য তিনি দিনেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় টেস্টে হোল্ডারের জায়গায় ক্যারিবীয় দলকে নেতৃত্ব দেবেন ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট। আগামী শনিবার থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে দুদলের তৃতীয় তথা শেষ টেস্ট।
এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন ব্র্যাথওয়েট। গত নভেম্বরে বাংলাদেশের কাছে হারা টেস্ট সিরিজে দলের অধিনায়ক ছিলেন তিনি। ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে খেলতে পারেননি টেস্ট র্যাঙ্কিংয়ের একনম্বর অলরাউন্ডার হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজ দলে আরও একটি পরিবর্তন আছে। ১৪ সদস্যের দলে যোগ করা হয়েছে কিমো পলকে। এছাড়া দ্বিতীয় টেস্ট চলাকালীন যে আলজারি জোসেফের মা মারা গেছেন, সেই জোসেফও আছেন দলে।
প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হারে রেখেই জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে হোল্ডারবিহীন ক্যারিবীয়দের হারিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ পাচ্ছে ইংলিশরা।