বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের এলিমিনেটর ম্যাচে গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটসের কাছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মুশফিকের চিটাগং ভাইকিংস। তবে হেরেও সন্তুষ্টির কথা শুনালেন দলটির অধিনায়ক মুশফিক।
ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সেরা চারে যাওয়ার। সেটা আমরা পেরেছি। আমাদের চাপ কম ছিল। তবে চাচ্ছিলাম, এই বিপিএলে কিছু করে দেখাতে। আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি। প্রথম দিকে আমরা ছয়টা ম্যাচ জিতে গিয়েছিলাম। আমাদের বিদেশি খেলোয়াড়রা আরেকটু ভালো থাকতো তাহলে আমাদের ফলটা আরও ভালো হতো। যেখানে আমরা শেষ করেছি, তাতে আলহামদুলিল্লাহ।’
মুশফিক আরও বলেন, আমাদের লাইনআপে এক্সপ্রেস বোলার বা ভালোমানের বোলার ছিল না। ভালো প্লেয়ার ছিল, কিন্তু তারা ক্লিক করেনি। দেলপোর্টও খুব ভালো খেলেছে। রবি ফ্রাইলিঙ্ক আশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। আমাদের স্থানীয়রা অনভিজ্ঞ। বিদেশিরা যদি আরও একটু ভালো খেলত, তাহলে আমরা হয়তো ভালো করতে পারতাম। ঢাকার মতো উইকেটে আমাদের মতো দলের জন্য কঠিন হয়ে যায়। আর সবমিলে বিপিএল খুব ভালো হচ্ছে। অনেক প্রতিযোগিতামূলক ম্যাচ হচ্ছে। অনেক বিদেশি ক্রিকেটার এসেছে, খেলেছে। তাদের সাথে আমরা অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা বলেন মুশফিক। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। ‘আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’