চিটাগং ভাইকিংসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস। সোমবার টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে ঢাকা ৬ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংসকে।
ফলে এই পর্ব থেকেই এবারের আসর থেকে বিদায় নিলো মুশফিকুর রহিমের দল চিটাগং। আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মাঠে নামবে ঢাকা। আজ সন্ধ্যায় প্রথম কোয়ালিফাইয়ারে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। বিজয়ী দল সরাসরি খেলবে ফাইনালে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় চিটাগং ভাইকিংস। ব্যাট হাতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন ওপেনার দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। মারমুখী মেজাজে রান তুলছিলেন তিনি। তাকে যথার্থ সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার ইয়াসির আলি। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি ইয়াসিরের। ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ৮ রান করা ইয়াসির।
এরপর তিন নম্বরে নামা সাদমান ইসলামকে নিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগি হন ডেলপোর্ট। ২৭ বলে ৩৪ রানের জুটি গড়ে প্যাভিলিয়নে ফিরেন ডেলপোর্ট। রান আউটের ফাঁদে পড়ার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৩৬ রান করেন ডেলপোর্ট।
৫৬ রানে দ্বিতীয় উইকেট হারানো চিটাগংকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিলো অধিনায়ক মুশফিকের ওপর। কিন্তু তিনি এবার ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১টি চারে ৬ বলে ৮ রান করেন মুশফিক।
অধিনায়কের বিদায়ের পর মিনি ধস নামে চিটাগংয়ের ইনিংসে। ৩ উইকেটে ৭৬ রান থেকে ৭ উইকেটে ১০৯ রানে পরিণত হয় দলটি। ফলে সম্মানজনক স্কোরে পৌঁছানোটাই কঠিন হয়ে যায় চিটাগংয়ের জন্য। কিন্তু শেষদিকে, ব্যাট হাতে ছোট্ট ও বুদ্ধিদীপ্ত একটি ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ৩টি চারের সাথে ১টি ছক্কায় ৩৫ বলে ৪০ রান তুলে চিটাগংকে ১৩৫ রানের সম্মানজনক স্কোর এনে দেন মোসাদ্দেক। ঢাকার পক্ষে এবারের আসরে নিজের সেরা ১৫ রানে ৪ উইকেট নেন নারাইন।
দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিতের জন্য ১৩৬ রানের টার্গেট পায় ঢাকা ডায়নামাইটস। ব্যাট হাতে শুরুটাও দুর্দান্ত ছিলো তাদের। মারমুখী মেজাজে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৬টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ৩১ রান তুলে খালেদ আহমেদের শিকার হন তিনি। অপর প্রান্তে ধীর গতিতে ছিলেন আরেক ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা।
তবে সময় গড়ানোর সাথে সাথে রানের চাকা দ্রুতই ঘুড়িয়েছেন থারাঙ্গা। তাই ১০ ওভার শেষে ৮৮ রানে পৌঁছে যায় ঢাকার ইনিংস। তবে ১১তম ওভারের প্রথম দু’বলে তিন নম্বরে নামা রনি তালুকদার ও অধিনায়ক সাকিব আল হাসানকে বিদায় দিয়ে চিটাগংকে খেলায় ফেরার পথ দেখান খালেদ। রনি ১৩ বলে ২০ ও সাকিব শূন্য রানে ফিরে যান।
এরপরও থারাঙ্গার ব্যাটে চড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ঢাকা। আগের ম্যাচে ৪২ রান করে সেরা খেলোয়াড় হওয়া থারাঙ্গা এবার হাফ-সেঞ্চুরি তুলে আউট হন। ৭টি চারে ৪৩ বলে ৫১ রান করা থারাঙ্গা শিকার হন নাঈম হাসানের।
দলীয় ১১২ রানে থারাঙ্গা যখন ফিরেন, তখন জয়ের জন্য ঢাকার ২৪ রান প্রয়োজন ছিলো। দলের বাকী প্রয়োজনটুকু পরবর্তীতে জুটি বেঁধে মিটিয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। নুরুল ২০ ও পোলার্ড ৭ রানে অপরাজিত ছিলেন। তখনো ম্যাচের ২০ বল বাকী ছিলো। চিটাগংয়ের খালেদ ২০ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
চিটাগং ভাইকিংস : ১৩৫/৮, ২০ ওভার (মোসাদ্দেক ৪০, ডেলপোর্ট ৩৬, নারাইন ৪/১৫)।
ঢাকা ডায়নামাইটস : ১৩৬/৪, ১৬.৪ ওভার (থারাঙ্গা ৫১, নারাইন ৩১, খালেদ ৩/২০)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সুনিল নারাইন(ঢাকা ডায়নামাইটস)।