এলিমিনেটর ম্যাচে টসে চিটাগংয়ে জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
এলিমিনেটর ম্যাচে টসে চিটাগংয়ে জয়

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতেছে চিটাগং ভাইকিংস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকায় চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকা খেলায় যে দল জিতবে সে দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট পাবে। আর হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে চিটাগং ও ঢাকা। দু’বারই জয় পায় চিটাগং। প্রথম দেখায় ৩ উইকেটে ও দ্বিতীয় সাক্ষাতে ১১ রানে ম্যাচ জিতেছে চিটাগং। ঢাকায় প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রান করে স্বাগতিকরা। জবাবে ১ বল বাকি রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় চিটাগং।

ফিরতি পর্বে নিজেদের মাঠে ঢাকার মুখোমুখি হয়েছিল চিটাগং। নিজেদের মাঠে ব্যাট হাতে জ্বলে ওঠে চিটাগং। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রান করে তারা। জবাবে ৯ উইকেটে ১৬৩ রান পর্যন্ত যেতে পারে ঢাকা।

চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহীম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম, রবি ফ্রাইলিংক, হার্ডুস ভিলজোয়েন, ক্যামেরন ডেলপোর্ট এবং দাসুন শানাকা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজী অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিন এবং উপুল থারাঙ্গা।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

ঢাকা নাকি চিটাগং, কে যাচ্ছে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে

ঢাকা নাকি চিটাগং, কে যাচ্ছে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে

রংপুর বনাম কুমিল্লা : ফাইনালের আগে ‘ফাইনাল’

রংপুর বনাম কুমিল্লা : ফাইনালের আগে ‘ফাইনাল’

তাসকিনের পর মোসাদ্দেকের দুঃসংবাদ

তাসকিনের পর মোসাদ্দেকের দুঃসংবাদ