বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের লিগ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার শুরু টুর্নামেন্টের প্লে-অফ। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকায় চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসকে এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট পেতে হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুর দেড়টায় মুখোমুখি হবে দল দু’টি।
দাপট দেখিয়ে এবারের বিপিএল শুরু করেছিল গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় তুলে নেয় ঢাকা। তবে এরপর থেকেই ছন্দপতন ঘটে তাদের। পরের আট ম্যাচ থেকে মাত্র ২টি জয় তুলে নেয় সাকিবের দল। ফলে প্লে-অফ নিশ্চিতের জন্য লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। নিজেদের ও লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ঢাকা।
অন্যদিকে দুর্দান্ত শুরু করেছিল চিটগং ভাইকিংসও। সাত ম্যাচের মধ্যে প্রথম ছয়টিই জিতে নেয় তারা। এরপর পরের পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতে মুশফিকুর রহিমের দল। তবে প্লে-অফে নাম লেখাতে সমস্যা হয়নি চিটাগংয়ের।
লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে চিটাগং ও ঢাকা। দু’বারই জয় পায় চিটাগং। প্রথম দেখায় ৩ উইকেটে ও দ্বিতীয় সাক্ষাতে ১১ রানে ম্যাচ জিতেছে চিটাগং। ঢাকায় প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রান করে স্বাগতিকরা। জবাবে ১ বল বাকি রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় চিটাগং।
ফিরতি পর্বে নিজেদের মাঠে ঢাকার মুখোমুখি হয়েছিল চিটাগং। নিজেদের মাঠে ব্যাট হাতে জ্বলে ওঠে চিটাগং। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রান করে তারা। জবাবে ৯ উইকেটে ১৬৩ রান পর্যন্ত যেতে পারে ঢাকা।
এবার প্লে-অফে এলিমিনেটর পর্বে আবারও মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। এ ম্যাচে হেরে যাওয়া দল বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে জয়ী দল ফাইনালে যেতে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ পয়েন্ট টেবিলেন শীর্ষ দুই দলের মধ্যে হেরে যাওয়া দলের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে।
ঢাকা ডায়নামাইটস দল (সম্ভাব্য)
সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
চিটাগং ভাইকিংস দল (সম্ভাব্য)
মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।