তাসকিনের পর এবার দুঃসংবাদ এলো মোসাদ্দেক হোসেন সৈকতের। চিটাগং ভাইকিংসকের হয়ে খেলা এই মোসাদ্দেক নেটে অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়েছেন।
সোমবার ডক স্টিকে অনুশীলন করছিলেন মোসাদ্দেক। সে সময় ইয়র্কার লেংথের একটি বল ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে বলে করতে না পারায় বলটি সরাসরি এসে লাগে পায়ে। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি। এরপর সেখানেই প্রাথমিক শুশ্রূষা করার পর তাকে ধরে তুলে আনা হয় ডাগআউটে।
লম্বা সময় ধরে পায়ে বরফ দিয়ে রাখা হয়। এর প্রায় ঘণ্টা খানেক পর হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিকেলেই হাসপাতালে যাওয়ার কথা। সেখানে এক্স-রে করা হবে বলে জানান টিম ম্যানেজার হাসানুজ্জামান ঝরু, ‘এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই আমরা জানতে পারব ওর কি অবস্থা। আমরা আশা করছি অবস্থা খারাপ কিছু নয়। আগামীকাল ও খেলতে পারবে।’
খেলার ব্যাপারে আশাবাদী মোসাদ্দেকও, ‘ডান পায়ের গোড়ালিতে বল লেগেছে। ব্যথা আছে। তবে আশা করছি ততো গুরুতর নয়। ইনশাল্লাহ কালকের ম্যাচে খেলতে পারব।’
চলতি আসরে শুরুর দিকে সংগ্রাম করলেও শেষ দিকে এসে জ্বলে উঠেছেন মোসাদ্দেক। শেষ কয়েক ম্যাচেই ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন। তাই এলিমিনেটর রাউন্ডের আগে তার না খেলা নিঃসন্দেহে চিটাগংয়ের জন্য বড় ধাক্কা। তার উপর দলের আরেক ইনফর্ম খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার রবি ফ্র্যাইলিঙ্ক রয়েছেন ইনজুরিতে।
চলতি আসরে এখন পর্যন্ত মোট ১২টি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ২৪.১২ গড় এবং ১১৮.৪০ স্ট্রাইক রেটে ১৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন এ ব্যাটসম্যান।