ঢাকার বাঁচা-মরার ম্যাচের সামনে খুলনা

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকার বাঁচা-মরার ম্যাচের সামনে খুলনা

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের শুরুতে আপনাকে যদি বলা হতো এবারের আসরের কে চ্যাম্পিয়ন হবে? হয়তো আপনার সাকিবের ঢাকা ডায়নামাইটসের নামটাই আগে আসবে। কিন্তু টি-২০মানেই যে রোমাঞ্চকর আর শ্বাসরুদ্ধকর সেটা ফের প্রমাণিত হলো।

যে ঢাকার প্লে-অফে খেলা ‌‌'ডাল ভাতের' মতো ছিল সেই ঢাকার কিনা খুলনার সাথে বাঁচা-মরার ম্যাচ খেলতে হয়। শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্সের মধ্যকার খেলাটি শুরু হবে।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষেই ঠিক হয়ে গিয়েছিল সুপার ফোরের তিন দল। সমান ৭টি করে জয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্স। একইসঙ্গে বিদায় নিশ্চিত হয়েছিল খুলনা টাইটানস এবং সিলেট সিক্সার্সের। তবে ঝুলে ছিল ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের প্লে-অফ ভাগ্য।

পয়েন্ট টেবিলের তলানীর দল খুলনা টাইটানসের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস। নিজেদের প্রথম ৬ ম্যাচে ৫ জয় পাওয়ার পর শেষের পাঁচটি ম্যাচেই হেরেছে ঢাকা।

প্লে-অফে খেলার জন্য ঢাকার দরকার খুলনার বিপক্ষে বড় ব্যবধানে জয়। এখনো পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৫ জয় পাওয়া ঢাকা নেট রানরেট রয়েছে ইতিবাচক, +০.৮৬৪। যে কারণে শেষ ম্যাচ জিতে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও ভালো নেট রানরেটের কারণে এগিয়ে থাকবে তারাই।

নিজেদের ১২ ম্যাচের ৬টিতে জিতলেও নেট রানরেট ঠিক রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজের রাজশাহী। তাদের নামের পাশে রয়েছে -০.৫১৮ নেট রানরেট।

যদিও ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে মাহমুদুল্লাহরা পাত্তাই পায়নি। তবে টি-২০ মানেই রোমাঞ্চকর আর শ্বাসরুদ্ধকর । তাই মাঠের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)

ফের ইনজুরিতে তাসকিন (ভিডিও)

মোস্তাফিজ পারলে আমি কেন পারব না : সাইফউদ্দীন

মোস্তাফিজ পারলে আমি কেন পারব না : সাইফউদ্দীন