ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়া আশরাফুল ব্যাটিংয়ে শূন্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়া আশরাফুল ব্যাটিংয়ে শূন্য

ফাইল ছবি

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার সুযোগ পান মোহাম্মদ আশরাফুল। চলতি আসরে প্রথম পর্বে দলটির হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পান। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই টিম কম্বিনেশন থেকে ছিটকে যান।

তবে চিটাগং ভাইকিংস প্লে-অফ নিশ্চিত করায় শুক্রবার নিজেকে যাচাইয়ের জন্য ফের দলে খেলার সুযোগ পান আশরাফুল। কিন্তু সিলেটের বিপক্ষে ম্যাচে একই হাল দেখা গেলো অ্যাশের। ফিল্ডিংয়ে সহজ ক্যাচ তো ছেড়েছেনেই ব্যাটিংয়ে করেছেন শূন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪০তম ম্যাচে প্লে-অফ থেকে বিদায় নেয়া সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে জয়ে পায় চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে ফ্লেচার (৬৬), সাব্বির রহমান (৩২), মোহাম্মদ নাওয়াজ (৩৪) ব্যাটিংয়ের সুবাধে সিলেট ১৬৫ রান তুলে। ১৬৫ রানের জবাবে চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামেন আশরাফুল ও ক্যামেরন ডেলপোর্ট। কিন্তু তাসকিনের প্রথম ওভারের ৩ নম্বর বলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন। ফলে শূন্য রানে সাজঘরে ফিরেন তিনি।

কিন্তু কেন এমন হচ্ছে? এর জবাব অবশ্য আগে দিয়েছিলেন আশরাফুল। এমন পারফম্যান্সের কারণে নিজেকে ‘দুর্ভাগা’ বলেও দাবি করেছিলেন তিনি।

‘‘নিজেকে একটু দুর্ভাগা মনে হচ্ছে। ৫ বছর পর কোনো বড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। টুর্নামেন্টটাকে প্ল্যাটফর্ম ভেবেছিলাম। বরাবরই তা বলে আসছি। তবে এটা আমার জন্য আনলাকি। দ্বিতীয় ম্যাচের পর আর খেলার সুযোগ পাচ্ছি না। হয়তো টিম কম্বিনেশনের কারণেই হচ্ছে না।’’



শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং

সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানে শরীর গরম করবে বাংলাদেশ

বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানে শরীর গরম করবে বাংলাদেশ

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল