শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে ৩৯টি ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। রানে জয় ১ পায়ে শীর্ষস্থান দখল কররো ইমরুল-তামিমের কুমিল্লা।

এ হারের ফলে ঢাকা প্লে‌-অফের খেলার স্বপ্নটা অনেক কঠিন হয়ে গেলো। এ হারের পর ঢাকা পয়েন্ট তালিকায় ৫ নম্বরে নেমে গেছে। অপরদিকে ঢাকাকে হারিয়ে কুমিল্লা শীর্ষস্থান দখল করলো।

শনিবার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মাহমুদুল্লাহ‘র খুলনার সাথে সাকিবের ঢাকা মুখোমুখি হবে। সাকিবরা যদি প্লে-অফে খেলতে চায় তাহলে তাদের অবশ্যই সেই ম্যাচে জিততেই হবে।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়াক সাকিব। ব্যাটিংয়ে নেমে কুমিল্লার তামিম ও লুইস শুরু শুরুটা ভালো করেন। কিন্তু লুইস (৮) ও তামিম (৩৮) রানে সাজঘরে ফিরলেই কুমিল্লার ইনিংস তাসের ঘরের মতো হয়ে যায়।

আফ্রিদি (১৮) ও মেহিদ হাসান (২০) এবং রিয়াজ (১৬) রান করার সুবাধে মাত্র ১২৭ রানে ইনিংস থামে কুমিল্লাহর।

১২৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ঢাকাও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। শেষ ওভারে শেষ ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩ রান। আন্দ্রে রাসেল যখন স্ট্রাইক পান তখন বাকি ছিল ৪ বলে ১২ রান। এমতাবস্থায় দুই বল ডট করেন সাঈফউদ্দীন, পঞ্চম বলে ছক্কা মারেন রাসেল। তবে শেষ বলে রাসেল একটি চার মারেন। তাই কুমিল্লাকে ১ রানের জয় পাইয়ে দেন সাঈফউদ্দীন।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার টস জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার টস জয়

প্লে-অফের ‘জটিল’ সমীকরণে ঢাকা ডায়নামাইটস

প্লে-অফের ‘জটিল’ সমীকরণে ঢাকা ডায়নামাইটস

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

মাশরাফিদের জন্য দুঃসংবাদ

মাশরাফিদের জন্য দুঃসংবাদ

ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা

ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা