বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে ৩৯টি ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস ভাগ্যে জিতেছে ঢাকা ডায়নামাইটস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
১০ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বাকি দু’ম্যাচ জিতলেই প্লে-অফে পা রাখবে ঢাকা। তবে একটি ম্যাচ জিতলে রান রেটের হিসেবে বসতে হবে দুই দলকে। তবে এখন পর্যন্ত রান রেটে রাজশাহীর চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা।
এদিকে ঢাকার শেষ পর্বে কুমিল্লার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না ঢাকার। কারণ, সাম্প্রতিক ফর্ম। সর্বশেষ চার ম্যাচের সবগুলোই হেরেছে ঢাকা। নিজেদের হারিয়ে খুঁজছে সাকিবের দল। তবে টুর্নামেন্টের শুরুটা আকাশ ছোঁয়াই করেছিল ঢাকা। প্রথম চার ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। সিলেট পর্ব থেকে তাদের ছন্দপতন শুরু হয়।
ঢাকা ডায়নামাইটস একাদশ:
উপুল থারাঙ্গা, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, শুভাগত হোম, রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
তামিম ইকবাল, এভিন লুইস, শামসুর রহমান শুভ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাঈফউদ্দীন, মোশাররফ হোসেন রুবেল, মেহেদি হাসান এবং ওয়াহাব রিয়াজ।