চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে লিগ পর্বের ৪২টির মধ্যে ৩৮টি ম্যাচ শেষ হয়েছে। লিগ পর্বে এখনো ৪টি ম্যাচ রয়েছে। ঢাকার দুই পর্ব, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে শুক্রবার (১ ফেব্রুায়ারি) থেকে ঢাকায় আবারও শুরু হচ্ছে বিপিএল।

ঢাকার এ পর্বে অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ অধ্যায়। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ শেষ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের খেলা শেষে প্লে-অফ ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ঢাকাতে পর্দা নামবে এবারের বিপিএলের আসর।

লিগ পর্বে একমাত্র রাজশাহী কিংস লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষ করেছে। এছাড়া কুমিল্লা ও ঢাকা ১০টি করে এবং বাকি দলগুলো ১১টি করে ম্যাচ খেলেছে। ফলে ঢাকা ও কুমিল্লা আরও দুটি করে ম্যাচ খেলবে, বাকি দলগুলো খেলবে একটি করে ম্যাচ।

এদিকে সিলেট ও খুললার প্লে-অফি খেলার আশা শেষ হয়ে গেছে। অন্যদিকে প্লে-অফে খেলার নিজেদের যোগ্য অর্জন করেছে রংপুর, কুমিল্লা ও চিটাগং ভাইকিংস। বাকি একটি দলের মধ্যে এখন পয়েন্ট টেবিলে যুদ্ধ চলছে রাজশাহী ও ঢাকার মাঝে। রাজশাহী তাদের লিগ পর্বের সবগুলো ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ঢাকার উপরে থাকলেও ১০ পয়েন্টে থাকা ঢাকার এখনও লিগ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে।

বিপিএলের পয়েন্ট টেবিল
রংপুর রাইডার্স         : ম্যাচ ১১, জয় ৭, হার ৪, টাই ০, পয়েন্ট ১৪, রান রেট ০.৬৯
কুমিল্লা ভিক্টোরিয়ান্স  : ম্যাচ ১০, জয় ৭, হার ৩, টাই ০, পয়েন্ট ১৪, রান রেট ০.৪৯৫
চিটাগং ভাইকিংস     : ম্যাচ ১১, জয় ৭, হার ৪, টাই ০, পয়েন্ট ১৪, -০.১৮৭
রাজশাহী কিংস        : ম্যাচ ১২, জয় ৬, হার ৬, টাই ০, পয়েন্ট ১২, রান রেট -০.৫১৮
ঢাকা ডায়নামাইটস   : ম্যাচ ১০, জয় ৫, হার ৫, টাই ০, পয়েন্ট ১০, রান রেট ০.৯৫৮
সিলেট সিক্সার্স        : ম্যাচ ১১, জয় ৪, হার ৭, টাই ০, পয়েন্ট ৮, রান রেট -০.০৬৭
খুলনা টাইটান্স        : ম্যাচ ১১, জয় ২, হার ৯, টাই ০, পয়েন্ট ৪, রান রেট -১.১৬৫।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটকে বিদায় দিয়ে টিকে রইলো রাজশাহী

সিলেটকে বিদায় দিয়ে টিকে রইলো রাজশাহী

ঢাকাকে হারিয়ে প্লে’অফ নিশ্চিত করলো চিটাগং

ঢাকাকে হারিয়ে প্লে’অফ নিশ্চিত করলো চিটাগং

বিপিএলে আন্দ্রে রাসেলের  হ্যাটিট্রিক

বিপিএলে আন্দ্রে রাসেলের হ্যাটিট্রিক

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান