ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অংশ নিতে ঢাকায় এসেছেন শ্রীলংকার ওপেনার উপুল থারাঙ্গা। চলতি আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন তিনি।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্বে খেলতে গিয়ে টানা ৪ ম্যাচে হেরেছে ঢাকা ডাইনামাইটস। ফলে তাঁদের প্লে-অফে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন অবস্থায় দলের ব্যাটিং শক্তি বাড়াতেই থারাঙ্গাকে উড়িয়ে এনেছে ঢাকা।

বিপিএলের আগের আসরেও খেলেছেন থারাঙ্গা। সেবার সিলেট সিক্সার্সের জার্সিতে ৬ ম্যাচে ৪১.৪০ গড়ে করেছিলেন ২০৭ রান।

থারাঙ্গার আগে দলের ব্যাটিং শক্তি বাড়াতে প্রোটিয়া উইকেটরক্ষ ব্যাটসম্যান হেইনো কুনকে উড়িয়ে এনেছিলো ঢাকা। কিন্তু বিপিএল প্লেয়ার্স ড্রাফটে তার নাম না থাকায় জটিলতা তৈরি হলে পরে তাঁকে ফেরত পাঠাতে বাধ্য হয় তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লে’অফে দৌড়ের ম্যাচে চিটাগংয়ের টস জয়

প্লে’অফে দৌড়ের ম্যাচে চিটাগংয়ের টস জয়

বিপিএলে আন্দ্রে রাসেলের  হ্যাটিট্রিক

বিপিএলে আন্দ্রে রাসেলের হ্যাটিট্রিক

সিলেটকে বিদায় দিয়ে টিকে রইলো রাজশাহী

সিলেটকে বিদায় দিয়ে টিকে রইলো রাজশাহী

চিটাগংকে তিনে পাঠিয়ে শীর্ষে উঠলো কুমিল্লা

চিটাগংকে তিনে পাঠিয়ে শীর্ষে উঠলো কুমিল্লা