এবারের টুর্নামেন্টে হ্যাট্রিকের শুরুটা করেছিলেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস আল ইসলাম। চট্টগ্রামে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ। হ্যাটট্রিকের সেই তালিকায় বুধবার নাম লেখালেন ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
চিটাগংয়ের ইনিংসের শেষ ওভারে অধিনায়ক সাকিব আল হাসান বল তুলে দিলেন আন্দ্রে রাসেলের হাতে। ওভারের প্রথম বলেই রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ। শুভাগত হোম ধরলেন সেই ক্যাচ। মুশফিক আউট ২৪ বলে ৪৩ রান তুলে।
দ্বিতীয় বলেই বাঁহাতি ক্যামেরুন ডেলপোর্টও ব্যাট চালালেন। লং অনে ক্যাচ উঠলো। এবারো ক্যাচটা নিলেন শুভাগত হোম। ওপেনার ডেলপোর্ট ফিরলেন ৫৭ বলে ৭১ রান করে।
হ্যাটট্রিক ঠেকাতে উইকেটে এলেন দাসুন শানাকা। তৃতীয় সেই বলে ৩০ গজ বৃত্তের ওপরে শর্ট ফাইন লেগে লাফিয়ে উঠে ক্যাচটা নিলেন মিজানুর রহমান। হ্যাটট্রিক পুরো!
টুর্নামেন্টে তিনটি হ্যাটট্রিকের দুটোই ঢাকা ডায়নামাইটসের!
হ্যাটট্রিকের সেই ওভারের চতুর্থ বলে মোসাদ্দেক হোসেন সৈকত ১ রান নিয়ে স্ট্রাইক দিলেন সিকান্দার রাজাকে। ওভারের পঞ্চম বল থেকে সিকান্দার রাজা কোন রানই নিতে পারেননি। তবে শেষ বলে দুর্দান্ত একটা ছক্কা হাঁকালেন।
সবমিলিয়ে সেই ওভারে রাসেলের খরচা হলো ৭ রান। শিকার করলেন ৩ উইকেট, টানা তিন বলে তিন উইকেট; হ্যাটট্রিক! রাসেলের বোলিং বিশ্লেষন ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট।
ঢাকার বিপক্ষে ম্যাচে চিটাগং ভাইকিংস তুললো ১৭৪ রান।