বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর জমে উঠেছে। ঢাকা ও সিলেট পর্বে রানের খরা দেখা দিলেও চট্টগ্রামে প্রতিটি ম্যাচ হচ্ছে শ্বাসরুদ্ধকর।
টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচে মাশরাফির রংপুরে বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান।
৮ খেলায় ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ঢাকা। ৯ খেলায় ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। গেল আসরের ফাইনালিষ্ট ছিল এই দু’দল।
রংপুর রাইডার্স একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রিলি রৌসু, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম।
ঢাকা ডায়নামাইটস একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, শাহাদাত হোসেন, কাজী অনিক, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন ও হয়রতউল্লাহ জাজাই।