নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৭ জানুয়ারি ২০১৯
নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল, পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবারের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু এরপর আর একাদশে দেখা যায়নি তাকে। শেষ ম্যাচে খুব একটা খারাপও খেলেনি, তবুও একাদশে জায়গা না পাওয়াকে দুর্ভাগ্যই ভাবছেন আশরাফুল।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ নামডাক রয়েছে আশরাফুলের। টি-টোয়েন্টি ক্রিকেট বিপিএলে সেঞ্চুরিও আছে তার। বাদ পড়ার প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি একটু দুর্ভাগা তো বটেই। পাঁচ বছর পর এখানে এসেছিলাম, এটা একটা বড় প্লাটফর্ম। আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি, দ্বিতীয় ম্যাচ পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতা তো সবসময়ই ছিল। আগেও ছিল এখনও। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১৮০ জন ক্রিকেটার খেলি। আর বিপিএলে আমাদের প্রতি দলে নেয় ১২ জন করে। আর খেলার সুযোগ পায় ৭ জন করে। এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে। তারপরও অপেক্ষা করছি, যদি একটা সুযোগ পাই। ব্যাটিং খারাপ হচ্ছে না। কারণ শেষ যে ম্যাচে খেলেছি ব্যাটিং খারাপ হয়নি, কিন্তু পরিস্থিতির কারণে এখন খেলতে পারছি না।’

চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে দারুণ অবস্থানে রয়েছে মুশফিকের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস। সাত ম্যাচে ছয় জয়। নকআউট পর্বে এক পা প্রায় দিয়েই রেখেছে।

দলের সাফল্য নিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের যে নির্বাচনটা করেছে। অন্যান্য দলের থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের স্থানীয় সব খেলোয়াড় পারফরম্যান্সের মধ্যে ছিল। জাতীয় লিগ বিসিএল, ইমার্জিং কাপে যারা গিয়েছিল পাকিস্তানে। সবাই আসলে রানের মধ্যে উইকেটের মধ্যে ছিল, এই কারণেই আসলে ফলাফল আমাদের পক্ষে আসছে।’

চলতি বিপিএলে ২টি ম্যাচ খেলেছেন আশরাফুল। প্রথম ম্যাচে ৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ২২ রান। কিন্তু তৃতীয় ম্যাচে তার জায়গায় ইয়াসির আলি রাব্বিকে একাদশে নিয়েছে চিটাগং। ফলে পাঁচ জছর পর খেলার সুযোগ টেলেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না মোহাম্মদ আশরাফুল। সূত্র : ডেইলি স্টার



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর জয়ে আশা জাগিয়ে রাখলো মিরাজের রাজশাহী

শ্বাসরুদ্ধকর জয়ে আশা জাগিয়ে রাখলো মিরাজের রাজশাহী

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

ইমরুলকে তামিমের বার্তা

ইমরুলকে তামিমের বার্তা

গুড বাই খুলনা টাইটান্স

গুড বাই খুলনা টাইটান্স