বিস্ফোরক ব্যাটিংয়ে আগে সেঞ্চুরি করলেন অ্যালেক্স হেলস। পরে একই মাইলফলক ছুঁলেন রাইলি রুশো। দুজনে মিলে গড়লেন বিরল এক কীর্তি। টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুই সেঞ্চুরির রেকর্ডটি বিপিএলের ইতিহাসে প্রথম ও বিশ্বে তৃতীয়বার।
চট্টগ্রামে শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেলস ও রুশোর সৌজন্যে এই রেকর্ডে নাম লিখিয়েছে রংপুর রাইডার্স।
৪৭ বলের সেঞ্চুরিতে বিপিএলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরি উপহার দিয়েছেন হেলস। আউট হয়ে গেছেন পরের বলেই। ইনিংসের শেষ দিকে এসেছে আরেকটি সেঞ্চুরি। এবারের আসরের সফলতম ব্যাটসম্যান রুশো অপরাজিত ১০০ করেছেন ৫১ বলে। রংপুর তুলেছে বিপিএল রেকর্ড ২৩৯ রান।
টি-টোয়েন্টিতে প্রথম এই কীর্তি হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে। ২০১১ সালে মিডলসেক্সের বিপক্ষে গ্লস্টারশায়ারের হয়ে সেঞ্চুরি করেছিলেন কেভিন ও’ব্রায়েন ও হ্যামিশ মার্শাল। দুজনেই ওপেন করেছিলেন। ৫২ বলে ১১৯ করেছিলেন আইরিশ অলরাউন্ডার ও’ব্রায়েন, ৫৪ বলে ১০২ নিউ জিল্যান্ডের হ্যামিশ মার্শাল। গ্লস্টারশায়ার করেছিল ৩ উইকেটে ২৫৪ রান।
৫ বছর পর আবার জোড়া সেঞ্চুরি দেখেছিল টি-টোয়েন্টি ক্রিকেট। আইপিএলে একই ইনিংসে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। গুজরাট লায়ন্সের বিপক্ষে ওপেন করতে নেমে ৫৫ বলে ১০৯ করেছিলেন কোহলি। তিনে নেমে ডি ভিলিয়ার্স করেছিলেন ৫২ বলে ১২৯। বেঙ্গালুরু করেছিল ৩ উইকেটে ২৪৮ রান।
হেলস ও রুশোর দুর্দান্ত ব্যাটিংয়ে এবার বিপিএলও দেখল এক ইনিংসে জোড়া সেঞ্চুরি