বিপিএলে তৃতীয় সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯
বিপিএলে তৃতীয় সেঞ্চুরি

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে ষষ্ঠ আসরে ৩০তম ও চট্টগ্রাম পর্বের দ্বিতীয় চিটাগং ভাইকিংসের বিপক্ষে
এবার সেঞ্চুরি করলেন রংপুর রাইডার্সের রিলি রুশো। একই ইনিংসে সেঞ্চুরি তুলে নেন এলেক্স হেলস।

টসের হেরে আগে ব্যাটিং পায় মাশরাফি বিন মর্তুজার রংপুর। ইনিংস ওপেন করতে নামেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল এবং হেলস। এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন গেইল। মোকাবেলা করা ষষ্ঠ বলে ব্যক্তিগত ২ ও দলীয় ৬ রানে আবু জায়েদের বলে এলবিডব্লিউর শিকার হন গেইল। তবে আরেক প্রান্তে অবিচল ছিলেন হেলস। পেয়েছেন সেঞ্চুরি।

টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি পেতে বল খেলেছেন ৪৮টি। প্রতিপক্ষের বোলারদের ওপর তান্ডব চালিয়ে পাঁচটি ছয় এবং ১১টি চার-এ সমান একশ’ রান করে সিকান্দার রাজার বলে আউট হন হেলস।

তার ন্যায় ব্যাটে ঝড় তুলে ১০০ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকে রুশো। ৫১ বল মোকাবেলায় আটটি চার এবং ৬টি ছক্কার সাহায্যে সমান একশ’ রানে অপরাজিত থাকেন তিনি। দুই সেঞ্চুরি হওয়া ম্যাচে রুশোর সাথে ৪ বলে ১০ রানে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম। চিটাগং-এর আবু জায়েদ ৪ ওভার বোলিং করে ৩৫ রানে নেন ২ উইকেট।

এর আগে রাজশাহী কিংসের ইংলিশ ওপেনার লোরি ইভান্সের ব্যাট থেকে বিপিএলের প্রথম সেঞ্চুরি আসে।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

তান্ডবলীলায় রংপুরের সর্বোচ্চ রানের রেকর্ড

তান্ডবলীলায় রংপুরের সর্বোচ্চ রানের রেকর্ড

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

তলানীতে থাকা সিলেটের কাছে রাজশাহীর হার

তলানীতে থাকা সিলেটের কাছে রাজশাহীর হার

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'