ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার পর নেতৃত্ব নিয়ে ভুগছে সিলেট সিক্সার্স। ওয়ার্নার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার পর আগের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভিরকে অধিনায়কের দায়িত্ব দিলেও আজ (২৫ জানুয়ারি, শুক্রবার) দায়িত্ব দেয়া হয়েছে অলোক কাপালির হাতে।
বিপিএলের চট্টগ্রাম আসরে প্রথম দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে অধিনায়ক হিসেবে টস করেছেন অভিজ্ঞ ক্রিকেটার অলোক কাপালি।
চলতি বিপিএলে দুর্দান্ত খেলছেন সিলেটের ঘরের ছেলে কাপালি। আসরের শুরু থেকেই জ্বলে ওঠেন তিনি। বিশেষ করে বল হাতে দারুণ খেলছেন। ৮ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তবে ব্যাট হাতে এক ম্যাচ ছাড়া তেমন ভালো করতে পারেননি। ৮ ম্যাচে করেছেন ৬৭ রান।
ওয়ার্নার ফিরে যাওয়ার পর গুঞ্জন ছিল লিটন কুমার দাস হচ্ছেন দলের অধিনায়ক। কিন্তু তাকে নেতৃত্বের ভার দেয়নি সিলেট। হুট করেই সোহেলকে অধিনায়ক ঘোষণা বড় বিস্ময়ই উপহার দেয় দলটি।
তবে মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই ব্যর্থ ছিলেন এ পাকিস্তানি। তাই পরের ম্যাচেই নেতৃত্বের বদল হলো। এদিকে কাপালিকে অধিনায়ক ঘোষণার দিনে প্রথমবারের মতো চলতি বিপিএলে খেলার সুযোগ মিলেছে ফাস্ট বোলার হান্ট তারকা ইবাদত হোসেনের।
অনেক বদল হয়েছে প্রতিপক্ষ রাজশাহীতেও। আবারও একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় ফিরেছেন মুমিনুল হক। ফিরেছেন ফজলে মাহমুদ রাব্বিও। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন মার্শাল আইয়ুব।