ঢাকা-সিলেট-ঢাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ষষ্ঠ আসর এবার শুরু হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সিলেট সিক্সার্স-রাজশাহী কিংসের খেলা দিয়ে চট্রগ্রাম পর্বে খেলা শুরু হয়েছে।
চট্রগ্রাম পর্বের প্রথম খেলায় সিলেট সিক্সার্সে বিপক্ষে টসে জয় পায় রাজশাহী কিংস। টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মিরাজ।
এদিন সিলেটের পক্ষে টস করেন অলক কাপালি। যদিও সিলেটের অধিনয়াক ঘোষণা করা হয়েছিল সোহেল তানভীরকে।
এখনো পর্যন্ত টুর্নামেন্টে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সিলেট। ৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রাজশাহী কিংস।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। দু’টি ম্যাচই হবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, সেকুগে প্রসন্ন, ক্রিশ্চিয়ান জঙ্কার, লরি ইভানস এবং রায়ান টেন ডেসকাট।
সিলেট সিক্সার্স একাদশ: অলক কাপালি, নিকলাস পুরান, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, জেসন রয়, লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন এবং নাবিল সামাদ।