বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। দারুণ মাইলফলক ছুঁতে এই বাঁ-হাতি স্পিনারের লেগেছে ৬৯ ম্যাচ।
শীর্ষ উইকেট শিকারির তালিকায় তার ধারে কাছে নেই কেউ। দ্বিতীয় স্থানে শফিউল ইসলাম। তার শিকার ৬৭ উইকেট। মাশরাফি মুর্তজা পেয়েছেন ৬৪ উইকেট।
বিপিএলে কাল দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে মাইলফলক থেকে তিন উইকেট দূরে ছিলেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব। প্রথমেই তুলে নেন কুমিল্লার বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালকে।
এরপর শহীদ আফ্রিদিকে শুভাগত হোমের ক্যাচে পরিণত করেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শামসুর রহমান শুভকে আউট করে একশতম উইকেট পেয়ে যান সাকিব। সব মিলিয়ে তিনি মঙ্গলবার পর্যন্ত বিপিএলে বল করেছেন ২৫৩.৩ ওভার।
১৬৮৫ রান দিয়ে মেডেন সাতটি। ৬.৬৪ ইকোনমি রেটে সাকিবের সেরা বোলিং ১৬ রান দিয়ে পাঁচ উইকেট। চার উইকেট নিয়েছেন তিনবার। শফিউল ইসলাম ৬৭ উইকেট নিতে খেলেছেন ৫৭ ম্যাচ। মাশরাফির ৬৪ উইকেটে লেগেছে ৬৮ ম্যাচ। শীর্ষ পাঁচে বিদেশিদের মধ্যে রয়েছেন শুধু কেভিন কুপার। মাত্র ৩৮ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৩ উইকেট। রুবেল হোসেন ৪৯ ম্যাচে ৫৮ উইকেট নিয়ে পঞ্চম স্থানে।