কুমিল্লার কাছে হেরে শীর্ষ স্থান হারালো ঢাকা?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৯
কুমিল্লার কাছে হেরে শীর্ষ স্থান হারালো ঢাকা?

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৬তম ম্যাচে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ার কাছে ৭ রানে হেরে গেছে সাকিবের ঢাকা ডাইনামাইটস। এ হারে কি পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান হারালো ঢাকা?

চিটাগং ভাইকিংস ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলে অর্থ্যাৎ ৬ ম্যাচ খেলে ৫ জয় তুলে নিয়েছে। ফলে তাদের পয়েন্ট ১০ এবং পয়েন্ট তালিকা সেরা দুইয়ে। অপরদিকে ৮ ম্যাচে ৫ জয়ে ঢাকার এখন ১০ পয়েন্ট। ধারণা করা হচ্ছিলো হয়তো ঢাকা তাদের শীর্ষস্থান হারালো। তবে ঢাকার ফ্যানদের জন্য সুখবর। রানরেটে এগিয়ে থাকায় সাকিব আল হাসানের ঢাকা আছে এক নম্বরেই থাকবে। কিন্তু ঢাকা ডায়নামাইটসকে ৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার চার নম্বর থেকে তিনে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলায় প্রথমে ফিল্ডিং বেছে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ঢাকার সাকিব। ফলে ব্যাট হাতে মাঠে নামে ইমরুল কায়েসের কুমিল্লা।

ব্যাট হাতে কুমিল্লা ভালো শুরু করতে না পারলেও ওপেনার তামিম ইকবালের ২৯ বলে ৩৪, শামসুর রহমানের ৩৫ বলে ৪৮, পাকিস্তানের শহীদ আফ্রিদির ৮ বলে ১৬ ও থিসারা পেরেরার ১২ বলে ২৬ রানের সুবাদে ১৫৩ রানের পুঁজি পায়। অন্যদিকে ঢাকার পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি ঢাকা। স্কোর বোর্ডে ৫০ রান উঠতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। পঞ্চম উইকেটে ৩৬ বলে ৬২ রানের জুটি গড়ে ঢাকাকে খেলায় ফেরান অধিনায়ক সাকিব ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

কিন্তু দলীয় ১১২ রান থেকে ১২২ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ঢাকা। এক পর্যায়ে শেষ ২ উইকেট হাতে নিয়ে ২০ বলে ৩২ রান প্রয়োজন পড়ে ঢাকার। কিন্তু লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা শেষ দিকে চমক দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি ঢাকা।

দলের পক্ষে রাসেল ২টি চার ও ৫টি ছক্কায় ২৪ বলে ৪৬ ও সাকিব ১৯ বলে ২০ রান করেন। কুমিল্লার পক্ষে শ্রীলঙ্কার থিসারা পেরেরা ১৪ রানে ৩ উইকেট নেন।

 সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৩/৮, ২০ ওভার (শামসুর ৪৮, তামিম ৩৪, সাকিব ৩/২৪)।
ঢাকা ডায়নামাইটস : ১৪৬/৯, ২০ ওভার (রাসেল ৪৬, নারাইন ২০, পেরেরা ৩/১৪)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : থিসারা পেরেরা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।



শেয়ার করুন :


আরও পড়ুন

রংপুরের কাছে হেরে বিদায় ঘণ্টা বাজলো খুলনার

রংপুরের কাছে হেরে বিদায় ঘণ্টা বাজলো খুলনার

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

রংপুরের জনসন চার্লস এবার যোগ দিলেন রাজশাহীতে

রংপুরের জনসন চার্লস এবার যোগ দিলেন রাজশাহীতে

মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে

মাকড়সা কামড়িয়েছিল ফ্রাইলিঙ্কে