বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলতে ঢাকা পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার জনসন চার্লস। দলের ওপেনিং সমস্যা দূর করতে গতবার রংপুর রাইডার্সের হয়ে খেলা জনসন চার্লস এবার দলে ভিড়িয়েছে রাজশাহী।
ওপেনিং নিয়ে বড় ধরনের সমস্যায় ভুগছে রাজশাহী। দেশি-বিদেশি খেলোয়াড়দের দিয়ে ইনিংস শুরু করেও নিজেদের সমস্যা সমাধান করতে পারছে না রাজশাহী। তাই চার্লসকে দিয়ে সমাধানের চেষ্টা করবে তারা।
সোমবার দলের সাথে যোগ দিয়েছেন চার্লস। আজ (মঙ্গলবার) দলের সাথে অনুশীলনও করেছেন তিনি। বুধবার বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে চার্লসের খেলার সম্ভাবনা রয়েছে তার। রাজশাহী কিংসের অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টেও তার দলে যোগ দেয়ার তথ্য জানানো হয়েছে।
বিপিএলের গত আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন চার্লস। তার সেঞ্চুরির সুবাদেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রংপুর।
বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রাজশাহী কিংস। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মেহেদী হাসানের রাজশাহী কিংস। তাদের রান মাইনাসে (-০.৩৬৮) রয়েছে।