রংপুরের কাছে হেরে বিদায় ঘণ্টা বাজলো খুলনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০১ পিএম, ২২ জানুয়ারি ২০১৯
রংপুরের কাছে হেরে বিদায় ঘণ্টা বাজলো খুলনার

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ১৮১ রান করেও জিততে পারলো না। মঙ্গলবার দিনের প্রথম খেলায় মাশরাফির রংপুর রাইডার্সে কাছে ৬ উইকেটে হেরে গেছে খুলনা।

বিপিএলের চলমান আসরে ৮ ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নীচে থাকা খুলনার টাইটান্সের মূলত বিদায় ঘণ্টাই বেজে গেলে। বাকি দুটি ম্যাচে জয় পেলেও শেষ চারে যাওয়ার সুযোগ আর থাকছে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ষষ্ঠ আসরের ২৫তম ম্যাচে মঙ্গলবার দিনের প্রথম খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি।

ব্যাট হাতে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে খুলনা টাইটান্স। মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় লড়াকু স্কোরই পায় খুলনা। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন।

এছাড়া জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ২০ বলে ৩২, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২০ বলে ২৯ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। রংপুরের ফরহাদ রেজা ৩২ রানে ৪ উইকেট নেন।

তবে ১৮২ রানের বড় টার্গেটে ব্যাট করতে অ্যালেক্স হেলস, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স-এর ঝড়ে সহজেই জয় তুলে নেয় মাশরাফির রংপুর। এ তিনজনের ঝড়ে ৩ বল বাকি রেখে ৪ উইকেটে ১৮৬ রান তুলে জয় নিশ্চিত করে রংপুর।

বিশাল লক্ষ তাড়া করতে নেমে ওপেনিংয়েই দারুণ সূচনা এনে দেন অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইল। গেইল অবশ্য পাওয়ার প্লের প্রথম ছয় ওভার একেবারেই মারেননি। সঙ্গী হেলসকে স্ট্রাইক দিয়েছেন বারবার। ৬ ওভারে রংপুর তুলে ৫৮ রান। এর মধ্যে হেলসেরই ছিল ৫৪, গেইলের মাত্র ৪।

তবে অষ্টম ওভারে এসে ছক্কা শুরু করেন গেইল। ইয়াসির শাহর ওই ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটিং দানব। ওই ওভারেই চতুর্থ বলে বিধ্বংসী হেলসকে বোল্ড করেন ইয়াসির। ২৯ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় হেলসের ব্যাট থেকে আসে ৫৫ রান।

এরপর নেমে তাণ্ডব শুরু করেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ২৫ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৪১ রান করা ভিলিয়ার্সকে এলবিডব্লিউ করে ঝড় কিছুটা থামান মাহমুদউল্লাহ। কিন্তু গেইলকে থামানো যায়নি।

বাকি সময়টায় তাণ্ডব চালানোর কাজটা করেছেন তিনি। ৩৯ বলে ২ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৫ রানে থাকা গেইলকে শেষ পর্যন্ত ফেরান জুনায়েদ খান। তবে ততক্ষণে রংপুরের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

গেইল আউট হওয়ার পর শেষ ৮ বলে ১১ রান দরকার ছিল রংপুরের, শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ইয়াসির শাহর ওই ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন (১৫)। তবে রাইলি রুশো মাথা গরম করেননি। ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি (৩ বলে ১০)।

সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১৮১/৬, ২০ ওভার (শান্ত ৪৮, টেইলর ৩২, ফরহাদ ৪/৩২)।
রংপুর রাইডার্স : ১৮৩/৪, ১৯.৩ ওভার (হেলস ৫৫, গেইল ৫৫, ইয়াসির ২/৪৭)।
ফল : রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ফরহাদ রেজা (রংপুুর রাইডার্স)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল শেষ না করে শ্রীলঙ্কায় গেলেন মালিঙ্গা

বিপিএল শেষ না করে শ্রীলঙ্কায় গেলেন মালিঙ্গা

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা