বিপিএল শেষ না করেই শ্রীলঙ্কায় চলে গেলেন লাসিথ মালিঙ্গার। গতকাল (সোমবার) সকালে দেশে ফিরে গেছেন বলে খুলনা টাইটানসের ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কান এই পেসারকে দলে নেয় খুলনা। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে তারা কিনে নেয় দেড় লাখ মার্কিন ডলারে।
তার চলে যাওয়ার বিষয়টি খুলনার টিম ম্যানেজমেন্ট গণমাধ্যমে নিশ্চিত করেছে। মূলত তিনি পারিবারিক কারণে শ্রীলঙ্কায় ফিলে গেছেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
এবারের আসরে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুই ম্যাচ খেললেও একটি উইকেট নিয়েছেন এবারের মৌসুমে।
তবে গত ২০ জানুয়ারী এক সংবাদ সম্মেলনে মালিঙ্গা বলেছিলেন ‘আমরা প্রত্যেক ম্যাচ ধরে ধরে জয়ের ধারাবাহিকতায় ফিরতে চাই। আমাদের বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এরপর হয়তো সমীকরণের সামনে পড়বো। আপাতত ঢাকায় নতুন করে শুরু করতে চাই। এই মুহূর্তে আমরা ম্যাচ জিততে মুখিয়ে আছি।’
কিন্ত হঠাৎ মালিঙ্গার দেশের ফিলে যাওয়া বিপাকে পড়েছে খুলনা। এবারের আসরে মাহমুদুল্লাহর খুলনা সুবিধাজনক স্থানে নেই। ৭ ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে দলটি। ফলে পয়েস্ট তালিকায় সবার নিচে আছে মাহমুদুল্লাহরা