অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯
অবশেষে বিপিএলে দেখা মিললো সেঞ্চুরি

ছবি : বিসিবি

ঢাকায় দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের এখন পর্যন্ত ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দেখা মিলছিলো না কোন সেঞ্চুরি। তবে অবশেষে রাজশাহী কিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে দেখা গেলো এবার আসরের প্রথম ব্যাক্তিগত সেঞ্চুরি।

এদিন টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী কিংস। ২৮ রানের ব্যবধানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। ওপেনার শাহরিয়ার নাফীস ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ০ ও মার্শাল আইয়ুব ২ রান করে ফিরেন।

৩৭ বলের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় রাজশাহী। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরান দুই বিদেশী ইভান্স ও ডসেট। চতুর্থ উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠেন তারা। দারুণ বোঝাপড়া গড়ে উঠে ইভান্স ও ডসেটের মধ্যে। তাই শুরুর ধাক্কা ভুলে বড় স্কোরের পথ পেয়ে যায় রাজশাহী।

দলকে ভালো স্কোর এনে দিতে গিয়ে ইনিংসের শেষ ওভারে এবারের আসরের প্রথম ও নিজের টি-২০ ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি করে দেখান ইভান্স। নিজের মুখোমুখি হওয়া ৬১তম বলে সেঞ্চুরি করেন ইভান্স। শেষ পর্যন্ত ৯টি চার ও ৬টি ছক্কা ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন ইভান্স।

হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া ডসেট অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ৪১ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিলো। চতুর্থ উইকেট জুটিতে ইভান্স-ডসেটের ৮৩ বলে ১৪৮ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় রাজশাহী। কুমিল্লার পক্ষে ২০ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের লিয়াম ডসন।



শেয়ার করুন :


আরও পড়ুন

টস ভাগ্যে কুমিল্লার জয়

টস ভাগ্যে কুমিল্লার জয়

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

সাফল্য ধরে রাখতে চায় ঢাকা, একই লক্ষ্য চিটাগংয়ের

সাফল্য ধরে রাখতে চায় ঢাকা, একই লক্ষ্য চিটাগংয়ের

স্থানীয় তরুণদের দিকেই তাকিয়ে রাজশাহী

স্থানীয় তরুণদের দিকেই তাকিয়ে রাজশাহী