সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯
সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

নতুন বছরের ৫ জানুয়ারি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা ওঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের ১৪টি খেলা অনুষ্ঠিত হওয়ার পর বিপিএলে খেলা অনুষ্ঠিত হয় সিলেটে। এবার সিলেট থেকে আবারও ঢাকায় ফিরছে বিপিএলের আসর।

সিলেট পর্বের খেলা শেষ হয়েছে শনিবার (১৯ জানুয়ারি)। চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নেমেছে বিপিএলের সিলেট পর্ব। ওই ম্যাচে মাহমুদুউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে হারিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

সিলেট পর্ব শেষে একদিন বিরতি দিয়ে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব। সোমবার (২১ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা। একই দিন আরও একটি খেলা রয়েছে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।

ঢাকার দ্বিতীয় পর্বে তিন দিনে মোট ৬টি ম্যাট অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস, বিকেলে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস; ২২ জানুয়ারি সকালে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স, বিকেলে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স; ২৩ জানুয়ারি সকালে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস, বিকেলে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে।

বিপিএলের তৃতীয় ধাপ ও ঢাকা পর্বের দ্বিতীয় পর্বের খেলা শেষে চট্টগ্রামে শুরু হবে বিপিএলের চতুর্থ ধাপ। ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হওয়া বিপিএলের এ আসর চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

ঢাকার প্রথম পর্বে ১৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এরপর ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি দিয়ে সিলেটে শুরু হয় বিপিএলের আসর। সিলেটের মাটিতে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ঢাকার প্রথম এবং সিলেট পর্ব শেষে বিপিএলের ষষ্ঠ আসরে এখন পর্যন্ত মোট ২২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। ঢাকা এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিতে পরাজয় ছাড়া বাকি ৫টি ম্যাচে জয় পেয়েছে।

এছাড়া ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস, ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং ভাইকিংস, ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রংপুর রাইডার্স, ৬ ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী কিংস, ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সিলেট সিক্সার্স এবং ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে খুলনা টাইটান্স।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি

বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

চিটাগংয়ের কাছে আবারও হেরে গেলে খুলনা

দেশের স্বার্থে বিপিএলে ‘বদল’ চান রোডস

দেশের স্বার্থে বিপিএলে ‘বদল’ চান রোডস