স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০১৯
স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে গতকাল বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন। কিন্ত সিলেটের ভক্তদের জন্য এবার এলো দুঃসংবাদ।

কনুইয়ের চোটে পড়েছেন ওয়ার্নার। তাই ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া ফেরত যাবেন এই ব্যাটসম্যান। তবে তার আগে চোট নিয়েই দুটি ম্যাচ খেলে যাবেন বলে জানিয়ে দ্যা সিডনি মর্নিং।

পত্রিকারটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের একটি কনুইয়ের চোট ছিল স্মিথের। তাই তিনি অস্ত্রোপচারের জন্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে গেছেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন স্মিথ। একই সমস্যায় পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নারের ইনজুরি কতটুকু জটিল, তা এখনো জানা যায়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র জানান, ডেভিড ওয়ার্নারের ইনজুরি কতটুকু জটিল তা আমরা এখনো বুঝতে পারছি না। সে দেশে ফিরলে পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে।

বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে রান না পেলেও গতকাল (বুধবার) চমক দেখিয়েছেন ওয়ার্নার। এদিন রংপুরের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন। ওপেনিং থেকে তিনে নেমে এসে ওয়ার্নার করেছেন ৩৬ বলে অপরাজিত ৬১।

শুধু তাই নয়, ওয়ার্নার মূলত বাহাতি ব্যাটসমান। রংপুরের বিপক্ষে ১৯তম ওভারে গেইলের প্রথম বলে দুটি রান নিতে পারলেও পরের দুই বলে রান পাননি। চতুর্থ বলের আগে হঠাৎ তিনি হয়ে যান ডানহাতি। বাহাতি ব্যাটসম্যান হয়ে ডানহাতি ব্যাটিং করে প্রথম বলেই মাথার ওপর দিয়ে ছক্কা মারলেন গেইলকে। পরের দুই বলে চার।

এ বিষয়ে ডেভিড ওয়ার্নার বলেন “এই ব্যাপারটি আমার মনের কোণে ছিল। ক্রিসকে উড়িয়ে মারতে পারছিলাম না, কারণ যে উচ্চতা থেকে এবং যে লেংথে বল করছিল, কাজটা কঠিন ছিল। তাই ভিন্ন কিছুর কথা ভেবেছি। আমি গলফ খেলি ডান হাতে। এজন্যই ভেবেছি দেখি ব্যাট চালিয়ে সীমানা পার করতে পারি কিনা। সৌভাগ্যবশত কাজে লেগে গেছে।”



শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

বিপিএলে ফেরা হচ্ছে না স্মিথের

বিপিএলে ফেরা হচ্ছে না স্মিথের

স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?

স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট