বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ষষ্ঠ আসরে সিলেট পর্বে টুর্নামেন্টের ১৭তম ম্যাচে টস ভাগ্যে সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস ভাগ্যে জিতেছে মিরাজের রাজশাহী কিংস।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মিরাজ।
কিন্তু আজকের ম্যাচে রাজশাহী কিংসের খেলোয়াড়দের জার্সিদের নিজেদের নাম থাকবে না। থাকবে তা নিজ নিজ খেলোয়াড়দের মাদের নাম। মূলত মায়েদের প্রতি সম্মান জানাতেই রাজশাহী দলের এই উদ্যোগ।
এ দিন যদিও মা দিবস নয় কিংবা বিশেষ কোনো উপলক্ষ্য নয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, “আমাদের প্রাত্যহিক জীবনে মায়েদের যে অবদান ও ভূমিকা, তাতে জার্সিতে মায়ের নাম পরে মাঠে নামতে বিশেষ কোনো উপলক্ষ্যের প্রয়োজন হয় না।”
রাজশাহী অধিনায়ক মিরাজ বলেন, “এমন কিছুর অভিজ্ঞতা আমার হবে প্রথমবার। মায়েদের জন্য কিছু করতে পারা আমাদের জন্য সত্যিই বিশেষ কিছু। আমরা ম্যাচটি জিতে মায়েদের উৎসর্গ করতে চাই।”
সহ-অধিনায়ক সৌম্য সরকার বলেন “আমাদের দেশে মনে হয় এ রকম কিছু এটিই প্রথম। সবসময় আমরা নিজের নাম বা ডাকনাম নিয়ে খেলেছি। এরকম কিছু হতে পারে, আগে ভাবিনি। আমরা সবসময় বলি, মায়ের জন্য কিছু করতে চাই। এবার সেটিই করে দেখানোর সময়। ম্যাচটি জিতে মায়েদের উৎসর্গ করতে চাই আমরা।”
২০১৬ সালের অক্টোবরে ভাইজাগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের মায়ের নামাঙ্কিত জার্সিতে খেলতে নেমেছিল ভারত। সেটি ছিল ভারতের টিম স্পন্সর স্টার স্পোর্টসের উদ্যোগ।