সিলেট পর্বে প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে টস ভগ্যে খুলনা টাইটান্স জয় লাভ করেছে। টসে জিতে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ২টি ম্যাচ জিতেছে রাজশাহী। খুলনার বিপক্ষে ছাড়াও তারা জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষেও। অন্যদিকে এখনো জয়ের খাতা খোলা হয়নি খুলনার।
খুলনা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী। ডেভিড উইজ, কার্লোস ব্রাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল ইসলাম অমি এবং ডেভিড মালান।
রাজশাহী একাদশ: মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, ক্রিশ্চিয়ান জঙ্কার, ইসুরু উদানা, লরা ইভানস এবং রায়ান টেন ডোশেট।