টস ভাগ্যে মুশফিকের চিটাগংয়ের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯
টস ভাগ্যে মুশফিকের চিটাগংয়ের জয়

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ১৪তম ম্যাচে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস।

বিপিএলের ঢাকা পর্বে এখন পর্যন্ত ৩টি করে ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। দু’দলই ২টি করে ম্যাচ জিতে নিজেদের সংগ্রহে ৪টি করে পয়েন্ট রেখেছে।

চিটাগং ভাইকিংস একাদশ : মোহাম্মদ শেহজাদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, রবার্ট ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলঅম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরি, নজিবুল্লাহ জাদরান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফ উদ্দিন,আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদি হাসান, এভিন লুইস, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা।



শেয়ার করুন :