কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য একের পর এক দুঃসংবাদ। এবার এলো বড় দুঃসাংবাদ। বিপিএলে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের।
আগের একটি কনুইয়ের চোট ছিল স্মিতের। তাই তিনি অস্ত্রোপচারের জন্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে এসেছেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন স্মিথ। আগামী মঙ্গলবার স্মিথের অস্ত্রোপচার হবে। তারপর আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘মঙ্গলবার স্মিথের অস্ত্রোপচার হবে। রিহ্যাব করে মাঠে ফিরতে তারপর আরও ছয় সপ্তাহ লাগবে।’
এবারের বিপিএলে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছিলেন স্মিথ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কুমিল্লার অধিনায়ক কে হবেন? তামিম নাকী অন্য কেউ? গত ম্যাচে যদিও সহ অধিনায়ক ইমরুল কায়েসকেই নেতৃত্ব দিতে দেখা গেছে। তাই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইমরুলই হয়তো কুমিল্লার অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছরের জন্য নির্বাসিত হয়েছেন স্মিথ এবং ওয়ার্নার। ২৮ মার্চ স্মিথের নির্বাসন উঠবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে তার।