তলানিতে থাকা ভাইরা ভাইকে আগে ব্যাটিং দিলেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৯
তলানিতে থাকা ভাইরা ভাইকে আগে ব্যাটিং দিলেন মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার (১২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় পেয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। অন্যদিকে, প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স।

বিপিএলের চলমান আসরে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি খুলনা। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হারের পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে হেরে তারা।

আর সবশেষ রাজশাহী কিংসের কাছে পরাজয়ের ব্যবধান ছিল ৭ উইকেটের। অর্থাৎ বিপিএলের এ আসরে এখন পর্যন্ত কোন জয় না পাওয়া খুলনার পয়েন্ট টেবিল একেবারে তলানিতে।

অন্যদিকে, দুই ম্যাচ খেলে ১টি করে জয়-পরাজয় রয়েছে চিটাগং ভাইকিংসের। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারায় চিটাগং। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ৫ রানের জন্য হেরে গেছে মুশফিকের দল চিটাগং ভাইকিংস।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটকিপার), ক্যামেরুন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধি.), সিকান্দার রাজা, আবু জায়েদ, রবি ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও ইয়াসির আলি। 

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

রোনালদো বিহীন মাদ্রিদ বার্সেলোনার জন্য সতর্ক সংকেত

নেট বোলার থেকে জাতীয় দলের পথে!

নেট বোলার থেকে জাতীয় দলের পথে!

স্মিথবিহীন ম্যাচে কুমিল্লার জয়

স্মিথবিহীন ম্যাচে কুমিল্লার জয়

আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক!

আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক!