রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক হয় আলিস ইসলামের। মাঠে নেমে ফিল্ডিংয়ে পর পর দুটি সহজ ক্যাচ মিস করেন তিনি। ফলে বার বার মনে হচ্ছিলো ‘ক্যাচ মিস, তো ম্যাচ মিস’। আলিসের ক্যাচ দুটো মিসের পর চাপেও পড়ে ঢাকা।
কিন্ত ঢাকার অধিনায়ক সাকিব বার বার সাহস দিচ্ছিলেন ২৩ বছর বয়সী নবীন ক্রিকেটার আলিসকে। ম্যাচের শ্বাসরুদ্ধকর সময়ের ১৮তম ওভারে অধিনায়ক স্পিনার আলিসের ওপর আস্থা রেখে বোলিংয়ে আনেন। হাতে ৬ উইকেট রেখে রংপুর তখন ১৮ বলে মাত্র ২৬ রানের দূরত্বে।
প্রথম তিন বলে এক করে তিন রান দেন আলিস। কিন্তু কে জানতো পরের তিন বল হয়ে থাকবে ইতিহাস। ওভারটির শেষ তিন বলে আলিস ফিরিয়েছেন মিঠুন, মাশরাফি ও ফরহাদ রেজাকে। হ্যাটট্রিক!
ফলে চাপা পরে যায় আলিসের মিস করা দুটি ক্যাচ। বোল হাতে আলিস ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন মূল্যবান চার উইকেট।
এ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস শ্বাসরুদ্ধকর ২ রানে জয় পেয়েছে।