হাই ভোল্টেজ ম্যাচে টসে ঢাকার হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ জানুয়ারি ২০১৯
হাই ভোল্টেজ ম্যাচে টসে ঢাকার হার

আজ জ্বলে উঠতে পারেননি ঢাকার দুই ওপেনার। ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের হাই ভোল্টেজ ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের কাছে টস ভাগ্যে সাকিবের ঢাকা ডায়নামাইটস হেরেছে। টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি।

বিপিএলে এর আগে নিজেদের তিন ম্যাচে একবারই টস জিতেছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেটি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে শেষ ম্যাচে। পরে ব্যাটিংয়ে নেমে ম্যাচটি জিতেছিলেন মাশরাফি। আজ টস জেতায় তাই সম্ভবত সিদ্ধান্তটি পাল্টাননি তিনি। উইকেটও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। রংপুর অধিনায়ক মাশরাফি নিজেই বলেছেন, ‘আগে ফিল্ডিং করতে চাই। মনে হচ্ছে উইকেটে আর্দ্রতা আছে। দলে কোনো পরিবর্তন নেই।’

ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আগে ব্যাটিং পেয়ে খুশি। কারণ টস জিতলে তিনি আগে ব্যাটিং-ই করতেন। সাকিব বলেন, ‘আমরা টস জিতলে আগে ব্যাটিং-ই করতাম। দলে একটি পরিবর্তন আনা হয়েছে।’

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ঢাকার দুই ওপেনার। দুই ম্যাচে অর্ধশত করা হযরতউল্লাহ জাজাই আজকে জ্বলে উঠতে পারেন নি। জাজাই ফিরেছেন মাত্র ১ রান করে। ঢাকার আরেক অপেনার সুনীল নারাইন আউট হয়েছে ৮ রান করে। এরপর রনি তালুকদার ফিরেন ১৮ রান করে।

রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, মেহেদি মারুফ, রিলে রৌসু, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও সোহাগ গাজী।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, রনি তালুকদার, মিজানুর রহমান, শুভাগত হোম, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, রুবেল হোসেন, কাইরন পোলার্ড ও আল ইসলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে উঠার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি রংপুর ও ঢাকা

শীর্ষে উঠার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি রংপুর ও ঢাকা

বিপিএলের খেলার মাঠে ড্রোন

বিপিএলের খেলার মাঠে ড্রোন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল না খেলেই  দেশে ফিরছেন স্মিথ

বিপিএল না খেলেই দেশে ফিরছেন স্মিথ