পরিবর্তন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সময় সূচিতে। তবে কি কারণে টুর্নামেন্টের সময় সূচি পরিবর্তন করা হয়েছে তা জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, গ্যালারিতে আশানূরুপ দর্শক আসায় হয়তো বিপিএল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিপিএলের উদ্বোধনের পর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বেলা সাড়ে বারোটায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় বিকেল পাঁচটা বিশ মিনিটে।
আগামীকাল ১১ তারিখ থেকে বিপিএলের প্রথম ম্যাচগুলো বেলা সাড়ে বারোটার পরিবর্তে শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় খেলা বিকেল পাঁচটা বিশ মিনিটের পরিবর্তে শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই জয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস, তিন ম্যাচ খেলে দুই জয় নিয়ে তালিকায় দ্বিতীয়তে রংপুর রাইডার্স এবং দুই ম্যাচ খেলে এক জয় নিয়ে তৃতীয়তে আছে চিটাগং ভাইকিংস।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের বিপিএল টানা একমাস পর ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। এবারের আসরে মোট ৭টি দল অংশ দিয়েছে।
দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স