দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৯
দর্শক টানতে ব্যর্থ বিপিএল, কারণ জানালেন মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের বল মাঠে গড়িয়েছে বেশ কিছু দিন আগেই । দেশি বিদেশী খেলোয়াড়দের উপস্থিতিতে খেলা জমে উঠলেও গ্যালারিতে দেখা মিলছে না আশানূরুপ দর্শক। কিন্তু মাঠে কেন দর্শক টানতে ব্যর্থ বিপিএল?

আভাস পাওয়া গেল মুশফিকুর রহিমের কণ্ঠে। সেই সঙ্গে খেলা আরও জমিয়ে তুলতে, জমজমাট করতে দেশি ক্রিকেটারদের এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানালেন তিনি। চিটাগং ভাইকিংস অধিনায়ক বললেন, গ্যালারি তো ফাঁকা থাকবেই ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন। বাসায় বসে আরামে টেলিভিশনে খেলা দেখতে পারেন। যখন বাইরে কাজ থাকে তখন মানুষ মোবাইলে খেলা দেখে। অবসরে বাসায় বসে। এসবই হয়তো মুখ্য কারণ হতে পারে।

মুশফিক বলেন, আগে আবাহনী-মোহামেডানের খেলাও কোথাও দেখার সুযোগ ছিল না। তখন মাঠে অনেক দর্শক হতো। এখন সারা বছর অনেক আন্তর্জাতিক খেলা হয়। দর্শকরা হয়তো এই ভাবে যে, এখন একটু বিশ্রাম নিই। মূলধারার ক্রিকেট হলে দেখব।

 সেই সঙ্গে দর্শকদের প্রতি প্রশ্নও ছুড়ে দেন মিস্টার ডিপেন্ডেবল, এত বড় বড় খেলোয়াড় এসেছে। স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড- তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তা হলে আর কোথায় দেখবেন?

এ আসরের অধিকাংশ ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচে তো ১০০’ই পার হয়নি। স্বাভাবিকভাবেই বিরক্ত দর্শকরা। মুশফিক মনে করেন, ম্যাচে হাই-স্কোর গড়তে ক্রিকেটারদেরই এগিয়ে আসতে হবে।

তিনি যোগ করেন, বিশ্বের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলোতে প্রচুর রান হয়। সেখানকার কন্ডিশন এক রকম থাকে। এখানকার কন্ডিশন আরেক রকম। তবে এটা আমরা জানি। এখানে কীভাবে খেলতে হবে তাও আমাদের জানা। আমাদের দ্রুত মানিয়ে নেয়া উচিত।

মুশফিক বলেন, নিজেদের অনুকূল পরিবেশে আমাদেরই ভালো খেলা দরকার। দেশি ক্রিকেটাররা তাদের যোগ্যতা অনুসারে খেলতে পারলেই স্কোর আরও বড় হবে। সেটি হলে দর্শকরাও আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা উপভোগ করতে পারবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের খেলার মাঠে ড্রোন

বিপিএলের খেলার মাঠে ড্রোন

বিপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ মাশরাফির কাছে গুরুত্বপূর্ণ

বিপিএলের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ মাশরাফির কাছে গুরুত্বপূর্ণ

মাঠে ফিরলেন নাসির

মাঠে ফিরলেন নাসির

টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক

টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক