টসে জিতে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহর খুলনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯
টসে জিতে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহর খুলনা

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স টসে জিতেছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধাস্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর।

প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের কাছে তারা হেরেছে ৮ রানে। পরের ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস তো রীতিমত গুঁড়িয়ে দেয় খুলনাকে। ম্যাচটি ১০৫ রানে হারে মাহমুদউল্লাহর দল।

হারে শুরু হয়েছে রাজশাহী কিংসেরও। তবে তারা খেলেছে মাত্র একটি ম্যাচ। সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ওই ম্যাচটিতে ৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয় মিরাজের দল।



শেয়ার করুন :